
নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপের স্ত্রী ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যান। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুরপাড়ে খেলা করছিল। সকলের অগোচরে খেলার সময় দেবরাজ পুকুরে পড়ে ডুবে যায়। নন্দিনী তাকে ওঠাতে গিয়ে পড়ে যায়। পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক পুকুরে নেমে খোঁজাখুজির পর পাওয়া যায় নন্দিনীর নিথর দেহ। তাকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশু দুইটির মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর অভিভাবকদের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তাদের সমাহিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


