দুই ভাইবোন হলো- জাকিয়া বেগম ও জাকির হোসেন। তাদের বয়স আড়াই বছর। তারা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটির মা তাদের খাবার খাইয়ে পাশের বাড়িতে ঘুরতে যান। সে সময় শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা বাড়িতে এসে দেখে সন্তানরা নেই। আশপাশের সব জায়গায় খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একজন ভাসছে। স্থানীয়দের সহযোগিতায় দুই ভাইবোনকে উদ্ধার করে কুন্ডা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে শিশু দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে যমজ দুই ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।