জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার বাদুরতলী সংলগ্ন জিয়া কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- অটোচালক সোহেল ফকিরের সাত বছরের ছেলে রুমান ও পাঁচ বছরের মেয়ে শারমিন এবং ভাই রুবেল ফকিরের আট বছরের মেয়ে মরিয়ম।
এলাকাবাসী জানায়, আজ দুপুরে বাবা-মা ঘরে না থাকায় বাড়ির পাশেই খেলা করছিল ওই তিন শিশু। একপর্যায়ে তারা গর্তে পড়ে যায়। এক প্রতিবেশী গর্ত থেকে পানি তুলতে গেলে তিনি সেখানে তাদের একজনকে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় তিনি দ্রুত ওই শিশুকে উদ্ধার করতে গেলে আরও দুই শিশুর মরদেহ দেখতে পান। এরপর তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ মৃত তিন শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।