বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা বাজেটের স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। এই সেগমেন্টের ইতিমধ্যেই Redmi, Motorola, Realme, Samsung – এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের একাধিক ফোন রয়েছে। প্রতিযোগিতা বাড়িয়ে ভারতে নয়া মডেল নিয়ে এল Tecno। চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Tecno Pova 4। বাজেট সেগমেন্টের ফোন হলেও এই ফোনে পাবেন প্রিমিয়াম ডিজাইন। রয়েছে 6,000 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট। রয়েছে 8 GB RAM। যদিও 5 GB পর্যন্ত ভার্চুয়াল RAM ব্যবহার করে ফোনের মেমোরি বাড়ানো যাবে। পাবেন 90 Hz ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল ক্যামেরা, সেখানে থাকছে 50 MP প্রাইমারি সেন্সর। নতুন এই ফোনের দাম কত? কোথায় বিক্রি হচ্ছে Tecno Pova 4? আর কী কী ফিচার রয়েছে? বিস্তারিত দেখে নিন:
Tecno Pova 4: দাম
ভারতে Tecno Pova 4 কিনতে খরচ হবে 11,999 টাকা। 8 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন বিক্রি হবে Amazon থেকে। 13 ডিসেম্বর প্রথম সেল। নীল ও ধূসর রঙ্গে পাওয়া যাবে এই বাজেট স্মার্টফোন।
Tecno Pova 4: স্পেসিফিকেশন ও ফিচার্স
Tecno Pova 4 – এ রয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে 90 Hz রিফ্রেশ রেট ও 180 Hz টাচ স্যামপ্লিং রেট পাওয়া যাবে। বাজেট ফোনে শক্তি জোগাবে MediaTek G99 চিপসেট। সঙ্গে রয়েছে 8 GB LPDDR4x RAM ও 128 GB UFS 2.2 স্টোরেজ। ভার্চুয়াল RAM ব্যবহার করে যেমন একদিকে এই ফোনের মেমোরি বাড়ানো যাবে অন্যদিকে microSD কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে স্টোরেজ। রয়েছে 2 TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট।
Tecno Pova 4 – এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর দিয়েছে টেকনো। ফোনের পিছনে রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য পাবেন 8 MP ক্যামেরা। ক্যামেরায় রয়েছে নাইট মোড, ভিডিয়ো স্টেবিলাইজেশন, HDR মোড সহ আরও অনেক ফিচার।
Tecno Pova
4 – এ রয়েছে 6,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18 W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে স্টিরিয়ো স্পিকার ও DTS Audio প্রযুক্তি।
Tecno
Pova 4 – এ Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির HiOS 12.0 স্কিন। রয়েছে Widevine L1 সার্টিফিকেশন। ফলে Netflix, Amazon Prime থেকে HD স্ট্রিম করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।