পানির নিচে সুনামগঞ্জ শহর, ভোগান্তিতে সাধারণ মানুষ

জুমবাংলা ডেস্ক : বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা ও যাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। এতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, বাড়িঘর ও দোকানপাট; দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দি মানুষ।

সোমবার (১৭ জুন) দিনভর বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়াসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে। ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে, দেখার হাওড় ও সুরমা নদীর পানি উপচে নিম্নাঞ্চলের বাড়িঘরে ঢুকে পড়েছে। জগন্নাথপুর, সোলেমানপুর, ছাতক ও শক্তিয়ারখলাসহ ৬টি পয়েন্টে পানি বাড়া অব্যাহত রয়েছে।

সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বারিপাত স্টেশনের লাউড়েরগড়ে ২২৮ মিলিমিটার, ছাতকে ১৯৫, সুনামগঞ্জে ৩৬৫ ও দিরাইয়ে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে, আবহাওয়া অফিসের তিন দিনের বৃষ্টিপাতের পূর্বাভাসে আতঙ্ক বেড়ে গেছে পানিবন্দি মানুষের মধ্যে।

এলাকাবাসীরা বলছে, ‘আমরা কিছু করতে পারছি না। ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। সব খাবারসহ আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।’

স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, নদীর পানি বিপৎসীমার ২০ থেকে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলার ছোট-বড় ১৩৭টি হাওড় এখন পানিতে টইটম্বুর। কূল উপচে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন।

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস