সৌন্দর্যচর্চায় পানির ব্যবহার হয় বিভিন্ন উপায়ে। কিছু কিছু ক্ষেত্রে এই বিচিত্রও বটে। যেমন শরীরে পানি শূন্যতা দেখা দিলে ত্বক মলিন ও রুক্ষ হয়ে যায়। দেখা দেয় একনের মতো নানা সমস্যা। তেমনই নানা ধরনের প্রাকৃতিক পানীয় ও কিছু বিউটি ওয়াটার সৌন্দর্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ত্বক সতেজ ও কোমল রাখতে নিয়মিত পানি পানের যেমন বিকল্প নেই। তেমনই দিনের বিভিন্ন সময় তাজা ফলের জুস বা গ্রিন টি পান করলেও ভেতর থেকে ত্বক থাকে সুস্থ। এমনই কিছু প্রাকৃতিক পানীয় যেমন কিউকাম্বার ওয়াটার, জিঞ্জার ওয়াটার, মিন্ট ওয়াটার, হানি ওয়াটার নিয়মিত পান করলে ত্বকের প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণ হবে। আবার কিছু বিউটি ওয়াটার রয়েছে যা ঠিক পান করা যায় না। কিন্তু নিয়মিত ব্যবহারে বাহ্যিকভাবে ত্বক ও চুলের অনেক সমস্যাই দুর হয়। যেমন রাইস ওয়াটার, রোজ ওয়াটার ইত্যাদি।
মিন্ট ওয়াটার
মিন্ট ওয়াটার ত্বকের স্বাস্থ্য ধরে রাখে। কারণ পুদিনা পাতায় রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বক ও শরীরের ভেতর জমে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ দূর করে। শরীরের বিপাকীয় কাজ ঠিক রাখে। যার ফলে ব্রণের সমস্যা কমে যায়। চেহারায় লাবণ্য ফিরে আসে।
রোজ ওয়াটার
রোজ ওয়াটারকে বলা হয় ত্বকের অ্যান্টিবায়োটিক। কারণ এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। ত্বকের যে কোন ধরনের জ্বালা পোড়া কমায় এই পানি। ত্বক হাইড্রেট ও আর্দ্র রাখে। টোনার হিসেবে গোলাপজল অত্যন্ত কার্যকর। নিয়মিত ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। ব্ল্যাক হেড, হোয়াইট হেড, ব্রণ ও ফুসকুড়ি দূর করে। চোখের ফোলা ভাব কমায়।
বিভিন্ন ধরনের প্রসাধনী যেমন সাবান, ফেশিয়াল ক্লিনজার ও অন্যান্য পণ্য ত্বকের পিএইচ ব্যালান্স নষ্ট করে। ফলে ত্বকে ব্যাকটেরিয়ার আক্রমণ বৃদ্ধি পায়। ব্রণের সমস্যা দেখা দেয়। গোলাপজল দ্রুত ত্বকের পিএইচ লেভেল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম।
রাইস ওয়াটার
রাইস ওয়াটারকে বলা হয় যাদুকারি বিউটি ওয়াটার। এতে রয়েছে ভিটামিন ও মিনারেল। এই পানি ব্যবহারে মুখের ত্বকের বড় হয়ে যাওয়া লোমকূপগুলো সংকুচিত করে। ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ব্রণের সমস্যা কমায়। চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এই পানি কার্যকর। রাইস ওয়াটার দিয়ে চুল পরিষ্কার করলে খুশকি ও মাথার ত্বক ভালো থাকে। এটি চুলের গভীরে পুষ্টি জোগায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।