পান্ডাম মত দেখতে নতুন সামুদ্রিক প্রাণীর সন্ধান মিললো জাপানে

Skeleton Panda Sea Squirt

কঙ্কালের মতো শরীর এবং কাঁচের মতো স্বচ্ছ এ প্রাণীর নাম হয়তো অনেকের অজানা। সাম্প্রতিক সময়ে এই প্রাণীর দেখা মিলেছে জাপানে। ক্ষুদ্র আকৃতির প্রাণীর গায়ে কালো রঙের দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে যেন চোখ এবং নাকের রং বেশ কালো।

Skeleton Panda Sea Squirt

বাহির থেকে শরীরের প্রত্যেকটি ক্ষুদ্র অংশ দেখা যায়। এতেই বোঝা যায় যে এ প্রাণী কতটা স্বচ্ছ। নেটিজেনরা অদ্ভুত এ সামুদ্রিক প্রাণীর নাম দিয়েছে Skeleton Panda Sea Squirt; এটির অর্থ দাঁড়ায় পান্ডাম মত দেখতে কঙ্কালসার সামুদ্রিক প্রাণী। এটি দেখলে অনেকের পান্ডার কথা মনে হতে পারে।

২০১৭ সালে কমিজিমা দ্বীপপুঞ্জে সর্বপ্রথম বিরল প্রজাতির এ সামরিক প্রাণীর দেখা মিলে। এক ডুবুরি ওই অঞ্চল দিয়ে যাওয়ার করার সময় এটিকে দেখে ফেলেন। গবেষকদের ধারণা যে এর আগে বিশ্বের অন্য কোন স্থানে এ ধরনের প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে এই অদ্ভুত ও বিরল প্রজাতির প্রাণীটি আবার ২০১৮ সালে বিজ্ঞানীদের নজরে আসে। এরপর গবেষণা আরও জোরদার করা হয়। তারপর দীর্ঘ গবেষণা শেষ করে এটিকে নতুন প্রজাতি হিসেবে গণ্য করা হয়। অনেকেই এর নাম দিয়েছে ওসিপান্ডে। বাংলায় এটিকে বোঝানো হয়েছে পান্তা আকৃতির ছোট বস্তু।

এখানে কঙ্কালের মত যে সাদা অংশ দেখা যায় তা আসলে রক্তনালী। এ রক্তনালী ফুলকার সাথে সমান্তরালভাবে অবস্থান করতে পারে। পান্ডার চোখ এবং নাক যেমন কালো রংয়ের হয়ে থাকে একই বৈশিষ্ট্য এ প্রাণীর মধ্যে দেখা যায়। এ ধরনের অদ্ভুত প্যার্টানের প্রাণী সচরাচর দেখা যায় না।