
স্পোর্টস ডেস্ক : তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান মোটামুটি সন্তোষজনক। তবে এখানেই শেষ নয়, আরও উন্নতি দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতি নির্বাচিত হয়েই জানালেন, এই ফরম্যাটে বাংলাদেশকে সেরা পাঁচে তুলতে চান তিনি। যা দীর্ঘ সময় ধরে রাখবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বিসিবির প্রেস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে আসেন পাপন। এ সময় তিনি বলেন, ‘বর্তমানে তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতে আমরা মোটামুটি ভালো। খুব ভালো বলার মত ভালো দল এখনও হইনি। মোটামুটি ভালো, অবশ্যই আগের চেয়ে ভালো। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই বিশ্বচ্যাম্পিয়নের ওপরে আমরা আছি।’
আগামী চার বছরে দলের এই অবস্থানকে আরও শক্তিশালী করার আশ্বাস দিয়ে পাপন বলেন, ‘পরের লক্ষ্য শীর্ষ পাঁচে যাওয়া। শীর্ষ পাঁচে গেলে সহজে আমাদের আর নিচে নামতে হবে না। তাই আমাদের পরবর্তী লক্ষ্যই হল কীভাবে পাঁচ নম্বর দল হওয়া যায়। আরও শক্তিশালী অনেক প্রতিপক্ষ আছে যাদের টপকাতে হবে।’
‘জিজ্ঞেস করতে পারেন- কেন চার না বা তিন না। আমি মনেপ্রাণে বিশ্বাস করি- এখনকার অবস্থায় সাত থেকে পাঁচে ওঠা আমাদের জন্য হয়ত সম্ভব। একেক পর্যায় অনেক কঠিন। এর পরের পর্যায়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে আমরা এখনও সেই পরিমাণ কাজ করিনি, সেই সুযোগ-সুবিধাও প্রতিষ্ঠিত হয়নি। যতই উন্নতি করি না কেন। বিশ্বময় ক্রিকেট অনেক উন্নত হয়েছে। ওদের সঙ্গে খাপ খাইয়ে চলতে হলে আরও অনেক কিছু করতে হবে। সাফল্য ধরে রাখার জন্যই আরও অনেক কিছু করা দরকার,’ যোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


