পাপারাজ্জিদের সঙ্গে ক্যাটরিনার চু্ক্তি!

বিনোদন ডেস্ক : পর্দার বাইরেও প্রতিটা মুহূর্তে ক্যামেরাবন্দি হন বলি অভিনেতা-অভিনেত্রীরা। ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনতে চান না অধিকাংশ শিল্পী। কিন্তু মুম্বাইয়ের পাপারাজ্জিদের হাত থেকে রেহাই পাওয়া চাট্টিখানি কথা নয়! অভিনেতা-অভিনেত্রীরা কার সঙ্গে কোথায় যাচ্ছেন, সব তথ্য আর ছবি তাদের হাতের মুঠোয়। তাই তাদের সঙ্গে চুক্তির পথ বেছে নিয়েছেন ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন পাপারাজ্জিরা।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তখন সদ্য সম্পর্কে জড়িয়েছেন। তাদের ছবি তোলা হচ্ছে দেখে নিষেধ করেন ক্যাটরিনা। ততক্ষণে জুটির কয়েকটি ছবি তোলা হয়ে গেছে। ক্যাটরিনা সেই ছবিগুলো মুছে ফেলার অনুরোধ জানান এবং সেই পাপারাজ্জিকে আশ্বস্ত করেন, তার এক্সক্লুসিভ ছবি তুলতে দেবেন তাকে। অভিনেত্রীর ম্যানেজার সেই পাপারাজ্জির নম্বর নিয়ে রাখেন। প্রায় এক সপ্তাহ পর যশরাজ স্টুডিওর বাইরে সেই পাপারাজ্জির ডাক পড়ে। কথামতো ক্যাটরিনার ফটোশুট করেন তিনি।

অন্য এক পাপারাজ্জির কথায়, ‘গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলাম। অফিস থেকে ফোনে নির্দেশ এলো সোজা বিমানবন্দরে চলে যেতে হবে।’ বলিউডের আলোচিত জুটি অনন্যা পাণ্ডে-আদিত্য রয় কাপুর গোয়া বিমানবন্দরে একসঙ্গে ঢুকবেন, গন্তব্য মুম্বাই। তবে গোয়া বিমানবন্দরে একসঙ্গে ঢুকলেও মুম্বাই বিমানবন্দরে পৌঁছে আলাদা হয়ে যাবেন যুগল। উদ্দেশ্য একটাই— প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনবেন না তারা। জুটিকে যখন ক্যামেরাবন্দি করা হচ্ছিল, তাদের ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধ জানান অনন্যা।