আন্তর্জাতিক ডেস্ক: প্রেম মানে না কোনো বাধা। সিনেমাতেও বটেই, বাস্তবেও এমন উদাহরণের শেষ নেই। এবার ভারতে দেখা গেলো এমন আরেক নজির। অনলাইন ব্যাটেল রয়েল গেম পাবজি খেলতে গিয়ে পাকিস্তানি সীমা গুলামের সঙ্গে প্রেম হয় ভারতীয় সচিন নামের এক যুবকের। আর সেই প্রেমের টানেই কাটাতার পেরিয়ে ভারতে গিয়ে হাজির হয়েছেন সীমা। সঙ্গে নিয়ে গেছেন তার চার সন্তানকেও!
তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তাদের সুখের দিন বেশি সময় টিকেনি। অবৈধভাবে সীমানা পাড়ি দিয়ে যাওয়ায় এবং এমন একজনকে আশ্রয় দেয়ায় সীমা ও সচিন উভয়কে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এখন এ নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। এই ঘটনার পেছনে শুধু প্রেমই রয়েছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ভারতের নয়ডার বাসিন্দা সচিনের সঙ্গে ইন্টারনেটে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সীমা। তার চার সন্তান রয়েছে।
তবুও সচিন তাকে ভারতে যেতে বলেন। পরিকল্পনা ছিল ভারতে গেলে দুইজন একসাথে সংসার শুরু করবেন। কথামতন পাকিস্তান থেকে ৪ সন্তানকে সঙ্গে নিয়ে সীমা ভারতে যান। তবে যে উপায় তিনি অবলম্বন করেছেন তা আন্তর্জাতিক আইনে অবৈধ।
ভারতে অনুপ্রবেশ করতে সীমা নেপালের পথ ধরে ভারতে যান। এরপর ৪ সন্তানকে নিয়ে সীমা নয়ডায় সচিনের সঙ্গে একসঙ্গে ঘর বাঁধেন। বিয়ে না হলেও, তারা একই সঙ্গে থাকতে শুরু করে দেন। গ্রেটার নয়ডার রাবুপাড়ায় তারা একই ছাদের তলায় সংসার শুরু করেন। তবে দ্রুতই সীমার আসল পরিচয়ের খবর পেয়ে যায় ভারতের পুলিশ। পুলিশ যে বিষয়টি টের পেয়েছে তা জেনে যায় সচিনও। তিনি সীমাকে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের খুঁজে বের করে ফেলে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।