জুমবাংলা ডেস্ক : পাবনায় আওয়ামী লীগ নেতা ই্উপি সদস্য বকুল শেখ হত্যা মামলার ৫ আসামিকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার দুপুরে পাবনা র্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার সাভারের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বকুল শেখ হত্যা মামলার প্রধান আসামি পাবনা শহরের নিকারীপাড়ার মখলেছ ও তার ছেলে ডালিম, আলিম, রুবেল ও আদেশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল সেট, ৬টি সিম ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আসামিরা দীর্ঘদিন যাবত শহরের অনন্ত মোড়ের সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোবাইকের স্ট্যান্ডে চাঁদাবাজি করত। পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য বকুল শেখ এর প্রতিবাদ করায় তার সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বকুলকে হত্যা করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পাবনা থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।