
জুমবাংলা ডেস্ক : পাবনায় যৌন উত্তেজক (সেক্স সিরাপ) সিরাপসহ অবৈধভাবে উৎপাদিত ইউনানি পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। নামে-বেনামে বিভিন্ন কোম্পানি সরকারের সংশ্লিষ্ট বিভাগের চোখে ধুলো দিয়ে এসব পণ্য উৎপাদন এবং বাজারজাত করছে। এসব অবৈধ কোম্পানি ও উৎপাদকদের কাছে মানুষ ব্যাপকভাবে প্রতারিত হচ্ছেন।
এ অবস্থায় সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ লাখ টাকা জরিমানা এবং কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসন ওষুধ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার জালালপুরে এমএস ল্যাবরেটরিজ (ইউনানি) এবং এমএস ফুড অ্যান্ড বেভারেজে অভিযান চালান।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ঔষধ প্রশাসন আইন অনুযায়ী কারখানার মালিক মাহবুব আলমকে নগদ ১০ লাখ টাকা জরিমানা এবং কোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ, কেমিক্যাল এবং মানবদেহের জন্য ক্ষতিকারক নানা পণ্য জব্দ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালাক সুকর্ণ আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।