স্পোর্টস ডেস্ক: অনেক সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশের ক্রিকেটে আগমন ঘটেছিল মুস্তাফিজুর রহমানের। রাতারাতি খ্যাতি পেয়ে গিয়েছিলেন তিনি। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে তাকেই ভবিষ্যতের প্রধান স্ট্রাইক বোলার হিসেবে ধরা হচ্ছিল। সেই মুস্তাফিজ এখন হারিয়ে গেছেন।
আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সফরে বাংলাদেশ দলে সুযোগ হয়নি দ্য ফিজের। পাকিস্তানে এই দফার সিরিজে একটি টেস্ট খেলবে বাংলাদেশ।
রাওয়াপিন্ডিতে ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার। সবশেষ সিরিজে ভারত সফরে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। নিজের খেলা সবশেষ ৩ টেস্টে নিয়েছেন ২ উইকেট। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন এই বাঁহাতি পেসার।
নান্নু বলেন, মুস্তাফিজের টেস্ট পারফরম্যান্স তো একদমই ভালো হচ্ছে না। ও তো টেস্টে নিউজিল্যান্ড সিরিজ থেকে অনিয়মিত। টেস্টের আগে ওর কিছু সমস্যা থাকে। টেস্টের আগে খেলতে পারে না। ভারতে ওকে টেস্ট খেলায়নি টিম ম্যানেজমেন্ট। আপাতত সে ঘরোয়া ক্রিকেটে খেলতে থাকুক। আমরা দেখছি বিসিএলে কেমন করে, এরপর দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।