চলতি বছরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোকে আরও শক্তিশালীভাবে নির্মাণ করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

রবিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে এই হুঁশিয়ারি দেন তিনি।
এদিন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (আইএইও) পরিদর্শনের সময় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে আমাদের দমিয়ে রাখা যাবে না। কারণ, আমরা সেগুলো আবার নতুন করে, আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারব।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, যদি তেহরান জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি সেসব স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
গত জুন মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচির অংশ ছিলো। তবে, তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



