আন্তর্জাতিক ডেস্ক : এক পরিকল্পিত মার্কিন বিমান হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট ইরান-মার্কিন দ্বন্দ্বের উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা বিশ্বে। পরিস্থিতি বলছে- যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। চলমান এই উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।
শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংস্থাটি জানায়, বুধবার (৮ জানুয়ারি) পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিশেষত ভারতীয় বাণিজ্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন।
এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাও এই যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে। এমনটাই জানিয়েছে এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।