আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে সৌদি আরব ও কুয়েত যৌথভাবে আরাশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তাকে অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, পারস্য উপসাগরের আরাশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের অধিকার তারও আছে। খবর পার্সটুডে’র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছেন, আরাশ গ্যাসক্ষেত্রটি ইরান, কুয়েত ও সৌদি আরবের পানিসীমায় পড়েছে। তার একটি অংশ ইরান এবং কুয়েতের পানিসীমায় অবস্থিত যার সীমানা এখনো চূড়ান্তভাবে চিহ্নিত করা হয় নি।
আন্তর্জাতিক নিয়ম-কানুন অনুযায়ী এই গ্যাসক্ষেত্র থেকে কোনভাবে গ্যাস তোলার চেষ্টা করা হলে তা এই তিন দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা উচিত। সে কারণে সম্প্রতি সৌদি আরব এবং কুয়েত আরাশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তা আন্তর্জাতিক আইন-কানুনের সাথে সাংঘর্ষিক এবং অবৈধ। দু দেশের এই চুক্তির কোন আইনগত মর্যাদা নেই এবং ইরান এ চুক্তিকে স্বীকারও করে না।
গত সোমবার কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিবৃতিতে এ ঘোষণা করে, দেশের জ্বালানিমন্ত্রী সৌদি জ্বালানি মন্ত্রীর সঙ্গে আরাশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের বিষয়ে একটি চুক্তি সই করেছেন। সৌদি আরবে এ গ্যাস ক্ষেত্র আদ-দুররা নামে পরিচিত।
আরাশ গ্যাসক্ষেত্রে যে পরিমাণে গ্যাস মজুদ রয়েছে তা থেকে প্রতিদিন ১০০ কোটি ঘনফুট গ্যাস এবং ৮৪ হাজার ব্যারেল তরলীকৃত গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।