বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমকাহিনী সবারই জানা। বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছেন তারা। কখনও দেশে কিংবা কখনও বিদেশে সব জায়গায়ই দেখা মিলছে তাদের একসঙ্গে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে; যা নিয়ে এখন নেট দুনিয়ায় ভাইরাল। ওই ভিডিওতে দেখা যায়, মালাইকা ও অর্জুন নেচে উঠেছেন ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানে। আর নাচের ভঙ্গিমায় ফুটে উঠেছে অর্জুনের প্রতি মালাইকার মিষ্টি আদর।
প্রসঙ্গত, মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে আসেন জুটি। ভালোবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন তারা। ছবিও আপলোড করেছেন জুটিতে।
হৃদয় ভাঙার চেয়ে প্লেট ভাঙা ভালো! ছেলে-মেয়েদের দারুন কৌশল শেখালেন ফারহা খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



