Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ঐতিহাসিক পার্ল হারবার নৌ ঘাঁটিতে বুধবার এক মার্কিন নাবিকের নির্বিচার গুলিতে দুজন নিহত এবং অপর একজন আহত হয়েছে। হামলাকারী ওই নাবিক পরে আত্মহত্যা করেছে।
এক কর্মকর্তা জানান, নিহত দুজন প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মকর্তা। আহত অপর বেসামরিক কর্মকর্তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ওই এলাকার হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



