বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এমএমএসভিত্তিক দুই ধাপে যাচাইকরণের ঝামেলা থেকে মুক্তি পেলেন অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। সম্প্রতি মেটা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছে, তারা পাসওয়ার্ডবিহীন পাসকি ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে। নিরাপত্তার নতুন অপশন হিসেবে তাদের ডিভাইস ব্যবহার করে ফেস, ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন সিকিউরিটি ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক এবং অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এর আগে হোয়াটসঅ্যাপের বেটা চ্যানেলে পাসকি পরীক্ষা করা হয়েছিল। এখন এটি অ্যান্ড্রয়েডে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আইফোনের ব্যাপারে ভার্জের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অ্যান্ড্রয়েডের এই ফিচার আগামী সপ্তাহ থেকে চালু করা হবে।
নতুন ফিচারটির কারণে এখন থেকে আর হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড মনে রাখার বা স্টোর করে রাখার দরকার নেই। এতে করে ফিশিংয়ের মাধ্যমে তথ্য চুরি হওয়ার শঙ্কা আর থাকলো না। তবে এটার মানে এমনও নয় যে হোয়াটসঅ্যাপের দুই বিলিয়ন ব্যবহারকারী এখন সম্পূর্ণ নিরাপদ হয়ে গেলেন, জানায় সংবাদমাধ্যমটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।