বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেখতে সেটি স্পোর্টস কারের মতোন, কিন্তু আদতে একটি মোটরবাইক! কি অবাক হচ্ছেন তো? ভাবছেন বাইক দেখতে কীভাবে একটি গাড়ির মতো হয়? তবে সম্প্রতি সেরকমই একটি বাইক নিয়ে এসেছে আমেরিকার এক সংস্থা। যেটি প্রথম দেখায় আপনি স্পোর্টস কার ভেবে ভুল করতে পারেন। আসুন তাহলে এই অদ্ভুত বাইক সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। আমরা সকলেই জানি বাইক এবং গাড়ির মধ্যে পার্থক্য মূলত তার আয়তন এবং অন্যান্য ফিচারে।
তবে এই বাইকটি দেখলে আপনি ধরতে পারবেন না যে সেটি বাইক। নেই কোনো ছাদ বা দরজা, তবে পাশাপাশি বসার দুটি আসন রয়েছে। আর যাত্রীদের অবশ্যই পরতে হবে হেলমেট। ‘Polaris Slingshot R’ নামক এই বাইকটি তৈরি করেছে আমেরিকার অটোমোবাইল সংস্থা ‘Polaris’। এতে দেওয়া হয়েছে ২ লিটার ৪ সিলিন্ডার ইঞ্জিন। যা ২০৩ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। এতে রয়েছে মোট ৩টি চাকা, ২টি চাকা পেছনে এবং ১টি সামনে।
রয়েছে ৩৭.১ লিটার ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ সাধারণ বাইকের তুলনায় এতে অনেক বেশি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা অনেক দূর পর্যন্ত যাত্রা করতে পারবেন। জানা গিয়েছে, এই বাইকের সর্বোচ্চ গতি ২০১ কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সময় লাগে মাত্র ৪.৯ সেকেন্ড।
যদি আমরা অন্যান্য ফিচার্স দেখি তাহলে এতে রয়েছে ৭ ইঞ্চি ডিসপ্লে, নেভিগেশন, অটোড্রাইভ ট্রান্সমিশন, ব্লুটুথ কানেকশন, অ্যাপল কার প্লে, স্পিকার ইত্যাদি। বর্তমানে এই বাইকটি পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। যার দাম ৩৩,৯৯৯ ডলার। একইসাথে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে লজিস্টিকের জন্য অতিরিক্ত ৭ ডলার নেওয়া হবে। আর কেউ যদি ভারত থেকে এই মোটরবাইক কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে ১.৫ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।