ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে বিপাকে পড়েননি এরকম মানুষ বিরল। তবে এ সমস্যার স্থায়ী সমাধান আসতে চলেছে। ফেসলক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অনলাইন একাউন্টে লগইন করা যাবে। পাসওয়ার্ডকে পাশ কাটিয়ে এর থেকেও নিরাপদ ও সহজ সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করে আসছিল গুগল, মাইক্রোসফট এবং অ্যাপল।
পাসওয়ার্ড এর পরিবর্তে এবার ব্যবহৃত হবে পাস-কি। এটি পাসওয়ার্ড ছাড়া একাউন্টে লগইন করার সুযোগ করে দেয়। এর ফলে বায়োমেট্রিক ডাটা অনলাইন একাউন্টে সংরক্ষিত থাকবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই অনলাইন একাউন্টে লগইন করতে পারবেন।
এ ব্যবস্থার নাম হচ্ছে পাস-কি। এর ফলে পাসওয়ার্ড মনে রাখা বা চুরি হওয়া থেকে সমাধান মিলে যাবে। পাসওয়ার্ডের নানা অসুবিধা রয়েছে। বেশিরভাগ ব্যবহারকারী অনেক অনলাইন একাউন্টে কাজ করে থাকেন। এ সকল অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখা বেশ কষ্টসাধ্য বিষয়।
গুগলের পাস-কি এর মাধ্যমে লগইন করতে আপনার কোন পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে যে জটিল শর্ত দিয়ে দেওয়া হয় সেটার প্রয়োজন হবে না। নতুন ব্যবস্থার বাস্তবায়ন হলে সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।
পাস-কি এর সুবিধা হচ্ছে এখানে গ্রাহকের ব্যক্তিগত তথ্য থাকে না। ফলে সাইবার আক্রমণ থেকে বাঁচার সুযোগ রয়েছে। এর ফলে অনলাইন অ্যাকাউন্ট আগের থেকে নিরাপদ হতে যাচ্ছে। এটি একই সাথে অনলাইন ভিত্তিক, নিরাপদ এবং দ্রুততার সঙ্গে কাজ করবে।
আপনি পাস-কি ব্যবহার করার অনুমতি দিলে এটি অথেন্টিকেশনের মাধ্যমে অনলাইনে সিঙ্ক হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, আপনি পিসিতে জিমেইল একাউন্টে লগইন করতে চাইলে ডিভাইসের বায়োমেট্রিক অপশন যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক পদ্ধতি ব্যবহার করলেই পিসিতে সরাসরি লগইন হয়ে যাবে।
ইতিমধ্যে গুগল তাদের অনলাইন একাউন্টে পাস-কি অপশনটি চালু করেছে। যেসব ব্যবহারকারীরা তা পরীক্ষা করে দেখেছেন সবাই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আশা করা হচ্ছে প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানি অনলাইন একাউন্টে এ পদ্ধতি এ বছরের মধ্যেই চালু করে ফেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।