জুমবাংলা ডেস্ক: পাসপোর্ট ও জব্দ হওয়া অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
রবিবার (১৯ সেপ্টেম্বর) শুনানি শেষে আবেদনটি নাকচ করে দেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু সিদ্দিক।
রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গণমাধ্যমকে জানান, গত বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে আবেদনটি জমা দিয়েছিলেন তিনি। তখন আদালত মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য রবিবার দিন ঠিক করেন।
রাষ্ট্রীয় নথি চুরি চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে গত ১৭ মে শাহবাগ থানায় করা মামলায় সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়। সাংবাদিকদের প্রতিবাদ ও আন্দোলনের মুখে ছয়দিন পর জামিনে মুক্তি পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।