দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নয়, বরং সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে— এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষের মধ্যে পিআর পদ্ধতির ধারণাটা এখনও সর্বজনবিদিত নয়। যেখানে দেশবাসী এ মুহূর্তে সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন প্রত্যাশা করছে, সেখানে পিআর বা অন্য কোনো অপ্রাসঙ্গিক ইস্যুকে সামনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার সুযোগ বিএনপি দেবে না। বাংলাদেশের জনগণও তা মেনে নেবে না।”
অনুষ্ঠানে ১৮টি দুস্থ পরিবারকে সেলাই মেশিন, দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ৮০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজউল্লাহ দেওয়ান, জেলা বিএনপির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দীন আহম্মেদ, উপজেলা ও জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহম্মেদ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।