স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তার ক্যারিয়ারের শেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোয়েটা গ্লাডিয়টর্সের হয়ে খেলবেন। পিএসএলের সপ্তম আসরে ডায়মন্ড ক্যাটাগরিতে মুলতান সুলতান্স থেকে কোয়েটা গ্লাডিয়েটর্সে যোগ দিলেন আফ্রিদি।
আগামী ১২ ডিসেম্বর পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগেই দল পরিবর্তন করেছেন আফ্রিদি। আফ্রিদি ছাড়াও ড্রাফটের আগে দল পরিবর্তন করে গ্লাডিয়েটর্সে যোগ দিলেন ইংল্যান্ডের জেমস ভিন্স, পাকিস্তানের ইফতেখার আলম ও আজম খান।
পিএসএলের সপ্তম আসর দিয়েই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন আফ্রিদি। গ্লাডিয়েটর্সে যোগ দিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি।
তিনি বলেন, ‘কোয়েটা গ্লাডিয়েটর্সে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ২০১৯ সালে শিরোপা জিতলেও গত কয়েকটি ইভেন্টে উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে দলটি।’
তিনি আরো বলেন, ‘ক্যারিয়ারের শেষ পিএসএল ইভেন্টে আমার স্বপ্ন ও ইচ্ছা আরেকটি ট্রফি জয় করা। ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে যে সাফল্য পেয়েছিলাম।’
আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে পিএসএলের সপ্তম আসর। ২৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে পিএসএলের।
করাচির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের প্রথম ১৫ ম্যাচ। ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।