স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের প্রাথমিক ড্রাফটে আছে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম, সবার জায়গা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এই ১০ ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আমিনুল ইসলাম, আল আমিন, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন ও অলক কাপালি।
পিএসএল শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি। ১৪টি দেশ থেকে প্রায় ১৪৪ জন ক্রিকেটার রয়েছেন গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে যারা ডাক পাবেন তাদের মূল্যমান থাকবে ৪৪ থেকে ৫৮ হাজার মার্কিন ডলারের মতো। গোল্ডের চেয়ে আরও ভালো ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ড। এর তালিকা প্রকাশ করা হবে শিগগিরই।
গোল্ড ক্যাটাগরির ড্রাফটে আছেন ইংল্যান্ডের ৪৮ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪০ জন, শ্রীলঙ্কার ১৯ জন, বাংলাদেশের ১০ জন, আফগানিস্তানের ৬ জন, অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের ৪ জন এবং আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ৩ জন করে। এছাড়া কানাডা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।