স্পোর্টস ডেস্ক: অপেক্ষাটা ফুরোলো, নতুন জার্সিতে প্রথম গোলটি করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচ কেটেছে গোল ছাড়াই। অবশেষে চতুর্থ ম্যাচে জালের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।
অবশেষে পিএসজির জার্সিতে গোলের দেখা পেলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ফরাসি জায়ান্টদের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে সমর্থকদের অপেক্ষার অবসান ঘটান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পিএসজির হয়ে অপর গোলটি আসে ইদ্রিসা গেয়ির পা থেকে। আর তাতে পেপ গার্দিওলার দলকে ২-০ গোলে উড়িয়ে দেয় ফরাসি ক্লাব পিএসজি।
পিএসজির হয়ে মেসির প্রথম গোলটি দারুণ দর্শনীয়। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির কাছ থেকে বল পেয়ে দৌড়ে ডান প্রান্ত থেকে মাঝখানে চলে এলেন মেসি। তাকে আসতে দেখে ডি-বক্সে দৌড়ে স্ট্রাইকারের জায়গায় চলে গেলেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে দেখে পাস দিলেন মেসি। তবে নিজে গোল না করে দুর্দান্ত এক ব্যাকহিলে মেসিকে আবার সেই পাস ফেরত পাঠালেন এমবাপ্পে। বল পেয়েই বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে মেসি পরাস্ত করলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনকে। সঙ্গে সেই চেনা ভঙ্গিতে উদযাপন শুরু মেসির, দৌড়ে কোলে চড়ে বসলেন প্রিয় বন্ধু ও সতীর্থ নেইমার জুনিয়র। তবে মেসির হাত ইশারা করছিল এমবাপ্পের দিকে। কারণ তার সৌজন্যেই যে এলো তার সেই কাঙ্ক্ষিত প্রথম গোল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।