নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পিকআপে চোরাই গরুসহ একাধিক মামলার আসামি নূর নবী (২৪) ও রুবেল (৩০) নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গাজীপুর আদালদের প্রেরণ করা হয়েছে।
সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃত নূর নবী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান গ্রামের কুদ্দুস শেখের ছেলে। রুবেল একই এলাকার আব্দুল হকের ছেলে।
ওসি বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় উলুখোলা ফাঁড়ি পুলিশ একটি পিকআপ গাড়ী আটক করে। এ সময় পিকআপ থেকে একটি চোরাই গাভী গরু উদ্ধার করেন। পরে তাদের বিরুদ্ধে ২৪ ধারা ৩৭৯/৪১৩ পেনালকোডে মামলা (নং ১৫) দায়েরের পর দুপুরে তাদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গাজীপুর আদালদের প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, আটকৃত ওই দুই আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে নুর নবীর বিরুদ্ধে ১৪টি এবং রুবেলের বিরুদ্ধে ১৭টি মামলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।