আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকায় পিকনিক থেকে ফেরার সময় গাড়ি আটকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতের এই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন টাকিতে বনভোজন করতে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা এলাকার ঘটকপুকুরের ২৫ জনের একটি দল। বনভোজন চলাকালীন সেখানে হাজির আরেকটি দলের সঙ্গে তাদের বিবাদ হয় বলে অভিযোগ। স্থানীয় এক তৃণমূল নেতার মধ্যস্থতায় বিবাদ মিটলেও গভীর রাতে ফেরার সময় মিনাখাঁ কৃষক মান্ডির সামনে বাসন্তী হাইওয়ের ওপর ঘটকপুকুর থেকে আসা পর্যটকদের গাড়িটিকে থামায় অন্য দলটি।
গাড়িটি ভাঙচুরের পর তাতে থাকা এক বধূকে তুলে নিয়ে যায় তারা। ভেড়ি পাহারা দেওয়ার একটি কুটিরের ভিতরে বধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গভীর রাতে পুলিশ গিয়ে বধূকে উদ্ধার করে। এর পর বধূর অভিযোগের ভিত্তিতে এলাকা থেকেই ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই ঘটনায় আর কারা জড়িত জানতে ধৃতদের জেরা চলছে। অন্য কারও যোগ পেলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বসিরহাটের মহকুমার পুলিশ আধিকারিক নির্মল দাস।সূত্র-হিন্দুস্তান টাইমস।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel