জুমবাংলা ডেস্ক : পিকনিকে গিয়ে বড়াল নদীতে ডুবে নিখোঁজ রয়েছেন ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সোয়াইব (২১)। নিখোঁজের ১৮ ঘণ্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোয়াইব সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাঁতী মহল্লার আব্দুস সালামের ছেলে।
বুধবার বন্ধুদের নিয়ে নৌকায় শাহজাদপুর উপজেলার রাউতারা স্লইস গেটের পাশে পিকনিকের জন্য যায়। বিকেলে বন্ধুদের নিয়ে বড়াল নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতে ডুবে যায় রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব। স্থানীয়দের সহযোগিতায় তিনজন তীরে উঠতে পারলেও সোয়াইবকে খুঁজে পাওয়া যায়নি।
রাফি ও মওদুদ জানায়, আমরা একসঙ্গে গোসল করতে নেমেছিলাম। বুঝতে পারিনি ওই জায়গাটি এত গভীর। প্রচণ্ড স্রোতে আমরা সবাই ডুবে গিয়েছিলাম। স্থানীয় জেলেদের সহযোগিতায় কোনোভাবে আমরা কূলে উঠলেও হারিয়ে যায় সোয়াইব। আমরা সবাই তার জন্য খুবই উদ্বিগ্ন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা জানান, ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় সোয়াইবকে উদ্ধারের চেষ্টা করছি। রাতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। তারা উদ্ধার কাজ শুরু করেছে।
রাজশাহী থেকে আসা ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘ সময় ধরে আমরা চেষ্টা করছি। এখন পর্যন্ত সোয়াইবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে প্রচণ্ড স্রোত। নিখোঁজ সোয়াইব দূরে কোথাও চলে যেতে পারে। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।