স্পোর্টস ডেস্ক : দর্শক-শূন্য স্টেডিয়ামে হলেও জুনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সিরিজ আয়োজন করতে চায় স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। এদিকে, নানা জল্পনা-কল্পনা শেষে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট- দ্য হান্ড্রেড স্থগিত ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২১ সালের আগে আর হচ্ছে না একশ’ বলের এই টুর্নামেন্ট।
চলতি বছর জুনে স্কটল্যান্ড সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। কিন্তু, অন্য সিরিজগুলোর মতো স্থগিত হতে পারে এটিও। নেদারল্যান্ডস সরকারের নির্দেশে দেশটিতে নিউজিল্যান্ড দলের সফর স্থগিত হওয়ায় শঙ্কা বেড়েছে আরো। এমনিতে আইসিসির সহযোগী সদস্যদের বড় দলগুলোর বিপক্ষে খুব একটা খেলার সুযোগ মেলেনা। তাই এ সিরিজ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলো স্কটিশরা। অনিশ্চয়তার মাঝেও কোনোভাবে ম্যাচ আয়োজন করা যায় কিনা, ভেবে দেখছে তারা।
প্রধান নির্বাহী গাস ম্যাকেই বলেন, ক্রিকেট স্কটল্যান্ড সম্ভাব্য পরিকল্পনা সাজিয়ে রেখেছি। নিউজিল্যান্ড দল হল্যান্ডে যাচ্ছেনা। তবে, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তাদের বোর্ড থেকে কি বলা হয়, সেটা জানতে অপেক্ষা করবো। এডিনবার্গে ম্যাচ আয়োজনে প্রাথমিক প্রস্তুতি নেয়া আছে। প্রয়োজনে দর্শক-শূন্য স্টেডিয়ামে খেলা পরিচালনা করতেও প্রস্তুত আমরা।
তবে, একশ’ বলের টুর্নামেন্ট দর্শক বিহীন মাঠে আয়োজনে আগ্রহী নয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।