স্পোর্টস ডেস্ক: আগামী ১৫, ১৬ বা ১৭ নভেম্বর নয়, অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। মঙ্গলবার (৩ নভেম্বর) এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবি’র সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।
নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে আশানুরূপ সাড়া মিলেছে। খুব শীঘ্রই টিম স্পন্সর চূড়ান্ত হয়ে যাবে। তিনি এও জানিয়েছেন, ২০ নভেম্বরের আগে ঐ আসর শুরুর সম্ভাবনা খুব কম।
বিসিবি’র প্রধান নির্বাহী বলেন, আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টাকে আমরা ক্লোজ করে ফেলতে পারব। আশানুরূপ সাড়াই পেয়েছি। তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। শিগগিরই হয়তো আমরা চূড়ান্ত করে ফেলব।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগ পেছানো নিয়ে বিসিবি সিইওর ব্যাখ্যা, পেছানো ঠিক না। প্ল্যান করা আছে যে, নভেম্বরের ২০ তারিখের দিকে আসর শুরুর। এর মধ্যেই আমরা শুরু করব। ২০, ২১, ২২ এর মধ্যে কোনও একটা সময় হয়তো শুরু হবে।’
নিজামউদ্দীন চৌধুরী সুজন যোগ করেন, আমরা প্ল্যান করেই এগোচ্ছি। এমনি এমনি শুরুর সূচি পেছানো হচ্ছে না। এর মধ্যে মাঠ ও অন্যান্য কিছু ব্যাপার আছে। সবকিছু বিবেচনায় এনেই আমরা এগোচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।