পুঁজিবাজার ডেস্ক : পতনের পুঁজিবাজারে আবারও লেনদেনে সক্রিয় বিদেশি বিনিয়োগকারীরা। গত আগস্টে লেনদেন কিছুটা কমে গেলেও সেপ্টেম্বরে এসে আবারও বেড়েছে তাদের লেনদেন। এক মাসের ব্যবধানে তাদের লেনদেন বেড়েছে ২৬ শতাংশ। চলতি বছরের বেশিরভাগ সময় তাদের লেনদেন বাড়তে দেখা গেছে।
সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ৫৭৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছেন। আগস্ট মাসে যার পরিমাণ ছিল ৪৫৫ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ১১৯ কোটি টাকা বা ২৬ শতাংশ। তবে এই সময়ে তাদের শেয়ার ক্রয় করার চেয়ে বিক্রয় করার প্রবণতা বেশি দেখা গেছে।
অন্যদিকে জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৭৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা করেছেন, যার পরিমাণ জুনে ছিল ৬০০ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ জুলাইয়ে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ১৮২ কোটি ৯৯ লাখ টাকা বা ৩০ দশমিক ৪৮ শতাংশ বাড়ে।
বিদেশিদের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, বিদেশি বিনিয়োগকারীরা সবসময় বাজার পরিস্থিতি বুঝে বিনিয়োগ করেন। বাজারে এখন পতন চলছে। অর্থাৎ বেশিরভাগ শেয়ারের দরই বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। যে কারণে বিদেশিদের লেনদেন বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।