জুমবাংলা ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ এপ্রিল) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
পুঁজিবাজারে টানা দর পতন রোধ করতে বুধবার (২৪ এপ্রিল) তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার নতুন সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী কোম্পনিগুলোর শেয়ারের দর একদিনে সর্বোচ্চ কমতে পারবে ৩ শতাংশ। তবে সর্বোচ্চ দর আগের নির্দেশনা অনুযায়ী বহাল থাকবে। বিএসইসির এমন সিদ্ধান্ত গ্রহণ করা এক কার্যদিবস পরেই পুঁজিবাজারে সূচকের বড় উত্থান লক্ষ্য করা গেল।
এদিকে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আগামী চার বছর চুক্তিভিত্তিক মেয়াদের জন্য তাকে পুনঃনিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ ইতিবাচক খবর পুঁজিবাজারে আরও গতি বাড়িয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৭.৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১৬.৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১.৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩০০টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।
ডিএসইতে এদিন মোট ৬১৩ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ১১৪.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৩৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩.৭৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৯৯ পয়েন্টে, শরিয়া সূচক ১৩.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১৭.২৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন, সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৩টি কোম্পানির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ২২টির।
দিন শেষে সিএসইতে ১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।