শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে পাটকেলঘাটা থানাধীন কুমিরা বাবুর পুকুর থেকে মোল্লা ব্রিকস এর লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। এ সময় মূর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। মুহূর্তে এলাকাবাসীসহ স্থানীয় শ্রমিকরা সেটি উদ্ধার করে। সাথে সাথে সোনার মূর্তি পাওয়া গেছে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার হওয়া মূর্তিটি নিয়ন্ত্রণ নেয়।
পরে থানার এস আই বুলবুল আহম্মদ মূর্তিটি প্রান্ত জুয়েলার্স এ নিয়ে গেলে সেখানের সেকরারা সেটি পিতলের মূর্তি বলে নির্ধারণ করে। যাহার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। কমপক্ষে ৪০০ থেকে সাড়ে ৪শ বছরের পুরাতন রাধা-রানী মূর্তি বলে নিশ্চিত করেছেন জুয়েলারি প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।