জুমবাংলা ডেস্ক: বঙ্গবাজারের পাশেই পুলিশ সদরদপ্তর। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এরমধ্যে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেডকোয়ার্টার্সের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সহায়তায় বেলা ১১টা ১৫ মিনিটে এসেছে জলকামান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে।
রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে আনতে হাতিরঝিল ও বুড়িগঙ্গা থেকে পানি নিয়ে ছিটাচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার। ইতোমধ্যে কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেওয়া হয়েছে।
এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। যোগ দিয়েছেন সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা। কিন্তু উৎসুক জনতার ভিড়ে কাজ করতে অসুবিধা হচ্ছে তাদের। এ জন্য ভিড় নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অন্য বাহিনীর মতো যোগ দিয়েছে বিজিবি।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বঙ্গবাজারে আগুন পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজারের আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারে।
আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে আগুন।
এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়ায় মালামাল সরাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।