আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বাইডেনের এমন মন্তব্য ‘অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বহু বছর ধরে যে দেশের বোমা হামলায় বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ মারা যাচ্ছে, যারা পারমাণবিক বোমা ফেলেছে (জাপানে) এবং সেই হামলায় হিরোশিমা, নাগাসাকি ধ্বংস হয়েছে; সে দেশের প্রধানের মুখে এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট
স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ‘যুদ্ধাপরাধী’ বলে মনে করেন কি না। প্রাথমিকভাবে বাইডেন এর উত্তরে ‘না’ বলেন। তবে পরে সাংবাদিকদের একটি গ্রুপের কাছে প্রশ্নটির ব্যাখ্যা দিতে বলেন বাইডেন। প্রশ্ন শোনার পর তিনি বলেন, হ্যাঁ আমি মনে করি, তিনি একজন যুদ্ধাপরাধী।’
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।