বিনোদন ডেস্ক: ঘরে এলো নতুন অতিথি। তৃতীয় সন্তান কোলে নিলেন সুস্মিতা সেন? দুই কন্যাসন্তানের পরে কি তবে পুত্রসন্তান আনলেন পরিবারে? জল্পনা শুরু হয়েছে বলিউড নায়িকাকে নিয়ে।
সম্প্রতি ১৫ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পরে শিরোনামে এসেছিলেন সুস্মিতা। দু’বছরের সম্পর্কে ইতি টেনে তাঁরা জানিয়েছিলেন, ‘সম্পর্ক অতীত, প্রেম বর্তমান।’ তার পরে ফের চর্চা শুরু হয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিয়ে। রেনে এবং আলিশার পরে কি এবার সুস্মিতার কোলে আরো এক পুত্রসন্তান?
সাম্প্রতিক কিছু ছবি সেই জল্পনার জন্ম দিয়েছে। পাপারাৎজির ইনস্টাগ্রাম প্রোফাইলে সুস্মিতার কিছু ছবি দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে সুস্মিতা। সঙ্গে রেনে এবং আলিশা। পিছনে এক মহিলার কোলে ছোট্ট একটি ছেলে। পাপারাৎজির ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, সেই ছেলে সুস্মিতারই। যদিও নিশ্চিত হওয়া যায়নি।
২০০০ সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা। ২০১০ সালে আলিশা আসে তাঁর জীবনে। এবার কি তবে আরো এক অনাথ সন্তানকে নিজের কোল দিলেন তিনি? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। যদি কোথাও মুখ খোলেন প্রাক্তন বিশ্বসুন্দরী নিজেই।
অন্যদিকে ঘনিষ্ঠ সূত্র বলছে, সুস্মিতার কোলের সন্তাননটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে এবং তিনি কোনও পুত্রসন্তান দত্তকে নেননি। তবে সুস্মিতার (Sushmita Sen) কোলে পুত্রসন্তান দেখা মাত্রই সকলেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই দুই মেয়ে রেনে এবং আলিশা ছাড়াও একরত্তি খুদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফ্যামিলি ফোটো তোলার সময় ওই খুদের জন্য অপেক্ষা করেন সুস্মিতা সেন। এবং ওই শিশুপুত্রকে ‘গডসন’ বলেও মন্তব্য করেন সুস্মিতা। তারপর থেকে তৃতীয় সন্তান দত্তক নেওয়ার বিষয়টি যেন আরও জোরালো হয়েছে। যদি পুরো বিষয়টি স্পিকটি নট অভিনেত্রী (Sushmita Sen) ।
View this post on Instagram
তবে আর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সেই ছেলে সুস্মিতার এক বন্ধু সুবীর সেনের। সুস্মিতার সঙ্গে কেবল ছবি তুলেছে সে।
মালাইকার সঙ্গে বিচ্ছেদ খবর গুজব উড়িয়ে দিয়ে মুখ খুললেন অর্জুন
আলিশা এবং রেনেকে নিয়ে তার সংসার। সিঙ্গল মাদার হিসেবে যোগ্য করে তুলছেন দুই মেয়েকেই। শেষবারের মতো সুস্মিতা সেনকে (Sushmita Sen) ওয়েব সিরিজ ‘আরিয়া’-র দ্বিতীয় সিজনে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।