জুমবাংলা ডেস্ক : অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে রপ্তানি বন্ধ রাখতে আবারও আলুর স্লট বুকিং বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এমনকি আগে বুকিং করা স্লটের আলুও রপ্তানি করছে না ভারত।
Advertisement
রবিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। এতে করে আমদানিকারকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন, তেমনি সরবরাহ ঘাটতির কারণে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক আছে।
আমদানিকারকরা জানিয়েছেন, আগের স্লটের বেশ কিছু আলুর ট্রাক আটকা থাকলেও সেগুলো রপ্তানি করা হচ্ছে না। এলসি করা আলু দেশে প্রবেশ করতে না পারলে লোকশানের আশঙ্কা করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।