জুমবাংলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষা ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আগামী মার্চের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দনিয়া কলেজে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে। কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। এমন পরিস্থিতে সব বিষয়ে পুরোপুরি কবে ক্লাস শুরু হবে, তা নিশ্চিত করে বলার সময় আসেনি। তাই আগামী মার্চ মাস পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
মন্ত্রী জানান, সারা দেশে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। টিকার আওতায় সবাইকে আনা হবে। মাস্ক ব্যবহার করাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
এ সময় ডা. দীপু মনি বলেন, আমরা নিজের মাকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকে ভালোবাসব, দেশমাকে ভালোবাসব। সেই মায়ের প্রয়োজনেই নিজেকে বিলিয়ে দিতে পারব। এই ভালোবাসা দিয়েই দেশটা গড়ে তুলব, দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।
এ সময় শিক্ষার্থীদের রাজনীতিসচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। এই ক্যাম্পাসে আসার পর পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ছাত্র রাজনীতিকদের সঙ্গে। এটি আমার ভালো লেগেছে। অর্থাৎ এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ নয়। আমার দুইটি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠানে গিয়ে ভয় পেয়েছি। কারণ সেখানে লেখা আছে- ধুমপান ও রাজনীতিমুক্ত ক্যম্পাস। অর্থাৎ ধূমপানের মতো রাজনীতিটাও পরিত্যর্জ্য। এই ম্যাসেজ সেই প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করেছে।
ডা. দীপু মনি বলেন, জীবনের সব ক্ষেত্রের মতো রাজনীতিতেও ভালো-মন্দ আছে। কিন্তু তার অর্থ এই নয় যে রাজনীতি ভলো নয়। রাজনীতি সেই জায়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের ব্যক্তি জীবনটা কেমন চলবে সেই সিদ্ধান্ত নিজেরাই নিই। রাজনীতির বাইরে কেউ নয়, রাজনীতির ঊর্ধ্বেও মানুষ নয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করো বা না করো, সেটা একেবারে ব্যক্তিগত পছন্দ-অপচ্ছন্দের ব্যাপার। দলীয় রাজনীতি করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতি সচেতন না হয়ে তুমি সফল মানুষ হতে পারবে না। সুনাগরিক হতে পারবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।