জুমবাংলা ডেস্ক: নিরাপত্তা প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থা এখন জনগণের কাছে নির্ভরতা ও আস্থার প্রতীক। খবর ইউএনবি’র।
রাজধানীর পুলিশ সদর দপ্তরে দুই দিনব্যাপী ত্রৈমাসিক সম্মেলনে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাস দমনে আপনাদের (পুলিশ) ভূমিকার জন্য আমরা বিশ্বজুড়ে প্রশংসিত।’
তিনি আরও বলেন, ‘আপনার অপারেশনের জন্য জলদস্যু ও বন অপরাধীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।’
সারাদেশে বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা (সরকার) কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে না, তবে রাজনৈতিক কর্মসূচির নামে জনগণের দুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে কেউ রেহাই পাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যৈষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, বর্তমানে পুলিশের কর্মক্ষেত্র ও তাদের চ্যালেঞ্জ বেড়েছে। অপরাধের কৌশল ও ধরনও বদলে গেছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের ভূমিকায় জনগণের আস্থা বেড়েছে।
তিনি আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ অসামান্য সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, পিবিআই প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।