জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সেই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। আর তা শুনে কনেকে রেখেই দৌড়ে পালিয়ে যায় বর।
বুধবার চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুরে ওই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এ সময় কনের বাবাকে জরিমানা করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, সাবেক পৌর কাউন্সিলর আলী আজম তার মেয়েকে জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের পল্লী চিকিৎসক শহিদুল ইসলামের ছেলে নাসিমের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। অর্ধশতাধিক অতিথি নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছেন বর। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে গিয়ে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সঙ্গে পালিয়ে যান বর। এসময় সকল বরযাত্রীও কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যায়। পরে বিয়ে বন্ধ করে দিয়ে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ নিয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠান আয়োজন করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।