জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক হওয়ার পর এবার পুলিশের ওয়েবসাইটও হ্যাক হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল থেকেই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটও (https://www.police.gov.bd/) হ্যাক হয়েছে।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, সেখানে ‘অপারেশন হান্টডাউন’ শিরোনামে একটি পোস্টার। পোস্টারে লেখা ‘স্টপ কিলিং স্টুডেন্ট’। এর নিচে কয়েকজনের ছবির সঙ্গে কুকুরের ছবিও যোগ করে দেওয়া হয়েছে।
তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর দাবি করেছেন, আমাদের ওয়েবসাইট হ্যাক হয়নি। ইন্টারনেট সমস্যার কারণে এমন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।