Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পুলিশের পদক তালিকায় আওয়ামী ফ্যাসিবাদের অভিযোগ
    অপরাধ-দুর্নীতি স্লাইডার

    পুলিশের পদক তালিকায় আওয়ামী ফ্যাসিবাদের অভিযোগ

    Soumo SakibApril 29, 20256 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ। পুলিশ সপ্তাহে নিয়মমাফিক পুলিশের বিগত বছরের কর্মকাণ্ডের ভালো-মন্দ দিক পর্যালোচনার বিষয়টি প্রাধান্য পাওয়ার কথা থাকলেও পদকের ভারে সেটি গৌণ হয়ে যায়।

    পুলিশ পদক বিতর্কএবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক দেওয়া হবে। তবে পদক প্রদানের আগেই এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পদকের জন্য তালিকা তৈরিতে আওয়ামী ফ্যাসিবাদী ধারাবাহিকতা বজায় রাখার অভিযোগ শোনা যাচ্ছে। এতে পুলিশের ভেতরে কারও কারও মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, ছাত্র-জনতার অন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন, তাদের কেউই পদকের জন্য বিবেচিত হননি।

    অপরদিকে ৬-৭ আগস্ট যেসব কর্মকর্তা ভয়ে রাজারবাগে যাননি, তাদেরও পদক দেওয়া হয়েছে। রাজারবাগ থেকে যিনি পালিয়ে এসেছেন, তাকেও পদকের জন্য বিবেচনা করা হয়েছে। বন্যার সময় কুমিল্লায় ত্রাণ বিতরণকালে মঞ্চে উঠতে না দেওয়া, রংপুরের সুধী সমাবেশে যে কর্মকর্তাকে গাালাগাল করা হয়েছে এবং ব্যর্থতার দায়ে যাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারাও পাচ্ছেন পদক।

    ব্রিটিশ আমলে (১৯৩২ সাল) চালু হয় পুলিশের বিপিএম ও পিপিএম পদক। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পদক দেওয়ার রীতির শুরু হয় ২০১০ সাল থেকে। সাব-অর্ডিনেট অফিসারদের কাজকে নিজের কৃতিত্ব হিসাবে দেখিয়ে অনেক কর্মকর্তা এই পদক বাগিয়ে নেন আওয়ামী লীগ আমলে। এবারও পদকের তালিকা তৈরিতে সেরকমই হচ্ছে বলে জানা গেছে। পদকের জন্য যে ৬২ জনকে বিবেচনা করা হয়েছে, তাদের মধ্যে ২১ জনই সুপিরিয়র কর্মকর্তা। ফ্যাসিবাদের দোসর হিসাবে অতীতে যারা শেখ হাসিনার কাছ থেকে পদক নিয়েছেন, তারা এবার প্রধান উপদেষ্টার কাছ থেকেও পদক নিতে যাচ্ছেন। বিরোধী দলকে দমন করে শেখ হাসিনার আমলে অনেকে বিপিএম-পিপিএম পদক পান। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার পুরস্কার হিসাবে সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ পদক পেয়েছিলেন।

       

    জানা যায়, ১৯৫২ থেকে শুরু করে ২০০৯ সাল পর্যন্ত অনেকেই আইজিপি পদে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে কেবল আশরাফুল হুদা ও আনোয়ারুল ইকবাল ছাড়া কোনো আইজিপি বিপিএম বা পিপিএম পদক নেননি। পাকিস্তান আমলেও সুপিরিয়র অফিসাররা এসব পদক নিতেন না। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসাবে তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহিদুল হক, বেনজীর আহমেদসহ অনেক ঊর্ধ্বতন অফিসার এসব পদক নিয়েছেন। এই ধারাবাহিকতায় এবারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদক দেওয়া হচ্ছে। জানা যায়, এবার পদক দেওয়া হচ্ছে সাবেক আইজিপি ময়নুল হক, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং সাবেক ডিএমপি কমিশনার মাইনুল হাসানসহ একাধিক অতিরিক্ত আইজিপিকেও।

    পদক প্রদান সংক্রান্ত কমিটির সভাপতিও পদক পেয়েছেন। বাংলাদেশে বিপিএম বা পিপিএম পদকের জন্য লিখিত আবেদন করতে হয়। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের পদকের জন্য আবেদন করতে হয় না। যথাযথ কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই পদকপ্রাপ্তদের তালিকা তৈরি করে। খোঁজ নিয়ে জানা যায়, ১৫ বছরে প্রায় দুই হাজার পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। এর মধ্যে ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক পদক দেওয়া হয়। ওই বছরের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখার পুরস্কারস্বরূপ ৪০০ পুলিশ সদস্যকে এ পদক দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালে ১১৫, ২০২১ সালে ১১৫, ২০২০ সালে ১১৮, ২০১৮ সালে ১৮২, ২০১৭ সালে ১৩২, ২০১৬ সালে ১০২, ২০১৫ সালে ৭৬, ২০১৪ সালে ১০৪ এবং ২০১৩ সালে ৬৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। জানতে চাইলে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমরা সাধারণত আবেদনের ভিত্তিতেই পদক তালিকা তৈরি করি। তবে দুটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে। পুলিশের গুলশান বিভাগের একজন সদস্য ছুরিকাঘাতে আহত হয়েও ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন। সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাকে এবার পদক দেওয়া হচ্ছে।’

    পদক পেলেন যারা : গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, চাঞ্চল্যকর সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হয়েছে।

    সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞানে পদকপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রকাশ করা হয়েছে। তবে ইনস্পেকটর মনিরুল হক ডাবলুর (ওসি দক্ষিণ কেরানীগঞ্জ) নাম পদকের জন্য পুলিশ সদর দপ্তর চূড়ান্ত করার পর গণমাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হয়। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

    বিপিএম পেয়েছেন প্রাক্তন আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক একে এম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্বে) (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) আবু নাছের মোহাম্মদ খালেদ, সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতার, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) রওনক আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক আকন্দ (আরআই, পুলিশ সদর দপ্তর), সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, হাবিলদার মো. সাইফুল ইসলাম (র‌্যাব-১৫), ডিএমপির এএসআই মো. মেসবাহ উদ্দিন, কনস্টেবল মো. রুহল আমিন ভূঞা (সচিবালয় নিরাপত্তা বিভাগ, ডিএমপি)

    বিপিএম-সেবা পেয়েছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্বে) (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ, অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িতে) মো. মাইনুল হাসান, ডিআইজি সরদার নুরুল আমিন, ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার (জিএমপি, গাজীপুর) মোহাম্মদ জাহিদুল হাসান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়া, অ্যাডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মুঈদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মো. জুয়েল রানা, পুলিশ পরিদর্শক (সিএমপি, চট্টগ্রাম) মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

    পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুস বাণিজ্যের গোপন চক্র ফাঁস

    পিপিএম পেয়েছেন পুলিশ সুপার (এপিবিএন) খন্দকার ফজলে রাবি, অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম) রাসেল, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) গাজী গোলাম কিবরিয়া (এপিবিএন), পুলিশ পরিদর্শক মু. মাসুদুর রহমান (অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা), পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইন (জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ), এসআই শ্রী বেনু রায় (জেলা গোয়েন্দা শাখা, পাবনা), এসআই ফিরোজ আহাম্মদ (পিবিআই, কুমিল্লা জেলা), এসআই মো. মাহমুদুল হাসান (হবিগঞ্জ জেলা), এসআই মো. এনামুল হক (মির্জাগঞ্জ থানা, পটুয়াখালী), এসআই রাছিব খান (কাউন্টার টেরোরিজম, সিএমপি), এসআই মো. আশিকুর রহমান (পিবিআই, সিরাজগঞ্জ জেলা), এসআই মো. আজিমুল হক (খাগড়াছড়ি থানা), এএসআই মো. নাজমুল হুসাইন (ডিএমপি ঢাকা হতে সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ) রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন, অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (পুলিশ সুপার পিবিআই নরসিংদী জেলা) মো. এনায়েত হোসেন মান্নান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, মো. কুদরত-ই-খুদা (পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা), লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ (উপ-পরিচালক (এক্স), র‌্যাব সদর দপ্তর), এমএম মোহাইমেনুর রশিদ (অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ) মো. ফারুক আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নীলফামারী), মো. আশরাফুল আলম (সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, ঢাকা) এম. জে. সোহেল (সহকারী পুলিশ কমিশনার, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন, ডিএমপি), মো. রাশেদুল ইসলাম বিশ্বাস (সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ), মো. মোস্তফা কামাল (পুলিশ পরিদর্শক (তদন্ত), কাউনিয়া থানা, রংপুর) এসআই মো. সুমন মিয়া (পিবিআই), এসআই বরুন কুমার সরকার (গোদাগাড়ী মডেল থানা, রাজশাহী), এসআই মো. রকিবুল হাসান (পুলিশ সদর দপ্তর) এসআই মো. ইমরান আহমেদ (পিবিআই ঢাকা জেলা), এসআই মো. ইয়াসিন (জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ), এএসআই মো. কামরুজ্জামান (এসবি, ঢাকা), কনস্টেবল মো. রিয়াদ হোসেন (ডিএমপি), কনস্টেবল মো. হাবিবুর রহমান (এন্টি টেররিজম ইউনিট, ঢাকা), কনস্টেবল মোহাম্মদ জোনাইদুল হক (পুলিশ সদর দপ্তর), কনস্টেবল মো. মোবারক হোসেন (পরিবহণ বিভাগ, ডিএমপি)।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘আওয়ামী awami fascism in police awami league fascism bangladesh police award police medal controversy অপরাধ-দুর্নীতি অভিযোগ আওয়ামী লীগ ফ্যাসিবাদ তালিকায় পদক পুলিশ পদক তালিকা পুলিশ পদক বিতর্ক পুলিশ পুরস্কার বিতর্ক পুলিশ পুরস্কারে রাজনৈতিক প্রভাব পুলিশে পক্ষপাতিত্ব পুলিশের ফ্যাসিবাদের স্লাইডার
    Related Posts

    এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা : সিইসি

    September 25, 2025
    CEC

    পিআর পদ্ধতি সংবিধানে নেই, আমরা আইন বদলাতে পারি না : সিইসি

    September 25, 2025
    Logo

    কঠিন যে শর্তে ১০৬ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

    September 25, 2025
    সর্বশেষ খবর
    Meta's 'Vibes' Tests User Appetite for Endless AI Video

    Meta’s ‘Vibes’ Tests User Appetite for Endless AI Video

    Amazon's $2.5 Billion Settlement: Who Qualifies for a Refund

    Amazon’s $2.5 Billion Settlement: Who Qualifies for a Refund

    Relation

    দাম্পত্য সম্পর্ক সতেজ রাখার সেরা ৪টি উপায়

    What a California Crash Revealed About an Indian Man's US Entry

    What a California Crash Revealed About an Indian Man’s US Entry

    Eye

    কোনো রোগের ঝুঁকি আছে কি না বুঝে নিন চোখ দেখে

    Pete Hegseth Issues War Warning in Meeting with Top Commanders

    Pete Hegseth Issues War Warning in Meeting with Top Commanders

    RHOC Star’s Daughter Has Emotional Reaction to Mom’s Wedding Plans

    RHOC Star’s Daughter Has Emotional Reaction to Mom’s Wedding Plans

    Ananta Leak Suggests a Massive File Size, Rivaling GTA 6

    Ananta Leak Suggests a Massive File Size, Rivaling GTA 6

    Marvin Harrison Jr. Responds With Emotional Touchdown After Drops

    Marvin Harrison Jr. Responds With Emotional Touchdown After Drops

    Biddo

    জোর করে চুল কাটায় আল্লাহর কাছে বিচার দেওয়া সেই বৃদ্ধের পরিচয় মিলেছে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.