পুলিশের ভুয়া ইউনিফর্ম পড়ে ডাকাতি করত চক্রটি

জুমবাংলা ডেস্ক : সাভারে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, চক্রটি সাভার ও আশুলিয়া এলাকায় রাতের আঁধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পড়ে গাড়িতে ​ডাকাতি করত। গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং দামি জিনিসপত্র লুট করতো।

বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার থানা এলাকার পশ্চিম রাজাশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শামীম রেজা, হেলাল উদ্দিন, পারভেজ, ওয়াসীম ইসলাম, নাঈম খান ও ফেরদৌস আহমেদ রাজু।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি পুলিশের ইউনিফর্ম, ভুয়া পুলিশ আইডি কার্ড, ওয়াকিটকি, হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রসহ ​৫ লিটার চোলাই মদ, ৪৬৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১৯টি মোবাইলসহ নগদ ৪৪ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

এডিশনাল ডিআইজি বলেন, গ্রেপ্তারদের মধ্যে শামীম রেজা নিজেকে এসআই পরিচয় দিতো। সে সব সাথে আগ্নেয়াস্ত্র, পুলিশের ইউনিফর্ম, ওয়াকিটকি এবং নকল আইডি কার্ড রাখতো। পুলিশের এসব নকল পোশাক ও আইডি কার্ড ব্যবহার করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল সে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানানা র‍্যাবের এই কর্মকর্তা।