জুমবাংলা ডেস্ক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার জয়নাল আবেদীন তালুকদার বাড়িতে থেকে ১৫ মাস বয়সী এক শিশুকে মা বাবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে যায় এক নারী। ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এসে ধরাপড়ার ভয়ে ফেলে রেখে আত্মগোপনে চলে যান শিশু চোর চক্রের এ নারী সদস্য। এদিকে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এর মাধ্যমে সন্তান হারানোর শঙ্কার অবসান ঘটিয়ে হাসি ফোটে জাকিয়া ও সোহাগ দম্পত্তির মুখে।
পুলিশ ও শিশু আয়াতের স্বজনরা জানান, তিন সপ্তাহ আগে মায়ের কোলে চড়ে নানা বাড়িতে বেড়াতে আসে ১৫ মাস বয়সী শিশু আয়াত।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টায় আয়াতকে তার মা জাকিয়া ঘরে করিয়ে ঘুম পাড়িয়ে বাইরে যান। এসময় শিশুটির নানি ফাতেমা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। মা কিছুক্ষণ পরে ঘরে এসে দেখেন ঘুমন্ত শিশু আয়াত ঘরে নেই। এরপর তারা বাড়ির আশপাশে ও বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। না পেয়ে এক পর্যায়ে নিখোঁজের বিষয়টি মাইকেও প্রচার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে ভোলা শহরের অফিসার পাড়া এলাকায় বোরকা পরা অজ্ঞাতপরিচয় এক নারীর সঙ্গে শিশুটিকে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত সেই নারী শিশুটিকে ওই এলাকায় ফেলে রেখে পালিয়ে যান। শিশুটিকে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে ভোলা সদর মডেল থানা পুলিশের শিশু আয়াতকে উদ্ধার করে। পরে পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ ফেসবুকে বিষয়টি জানানো হলে শিশু আয়াতের পরিবার খোঁজ পান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান, শিশুটিকে আনা সেই অজ্ঞাত নারীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তাকে আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।