বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর থাকেন। এদিকে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কৃতি। যদিও তারা কেউই তাদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তাদের খ্রিষ্ট্রিয় নববর্ষ বরণের ছবি প্রকাশ্যে আসতেই তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কবীরের দিকে হেঁলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। কৃতির মাথা রাখা কবীরের কাঁধে। যদিও ছবিটা ভীষণই ব্লার তবুও তাদের এই রসায়ন যে নেটপাড়ার নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এদিকে কৃতি এবং কবীর অভিনেতা বরুণ শর্মার সঙ্গে উস্তাদ রাহাত ফাতেহ আলি খান এবিজ মেহউইশ হায়াতের একটি কনসার্টে গেছেন। সেখানে আরও অনেক তারকারাই এসেছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে কবীর কৃতির ফোন দেখছেন। আর এটা দেখেই তবে ঘনিষ্ঠতা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন।
তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে চর্চা সবথেকে বেশি উসকে দিয়েছে অন্য একটি ছবি। যেখানে দেখা যায়, একটি পুলে তাদের জলকেলিতে মেতেছে। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেখুন তো কারা?’
উর্বশীর নতুন ভিডিও প্রকাশ্যে, আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার
আর সেখানেই কবীর এবং কৃতিকে ট্যাগ করা হয়েছে। সে ছবির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন ওরা নাকি একেবারে পারফেক্ট জুটি। তবে এই ছবিতে থাকা দুই ব্যক্তি যে কৃতি শ্যানন এবং কবীর বাহিয়াই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ছ’বির দুজন পিছন ফিরে দাঁড়িয়ে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।