জুমবাংলা ডেস্ক : পূর্বাচল এক্সপ্রেসওয়ে বর্তমানে দেশের অন্যতম ঝুঁ.কিপূর্ণ সড়কপথে পরিণত হয়েছে, যেখানে প্রায় প্রতিদিনই ঘটে যাচ্ছে ম.র্মা.ন্তিক সব দু.র্ঘ.টনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক মোটরসাইকেল ও থ্রি-হুইলার দু.র্ঘট.নায় প্রা.ণ হারানোর খবর পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের তিনজন অভিভাবক তাদের সন্তানদের স্কুল থেকে আনা-নেওয়ার পথে দু.র্ঘট.নার শিকার হয়ে মারা যান।
এছাড়াও, মালয়েশিয়া প্রবাসীর মেডিকেল পড়ুয়া ছাত্র দেশে ঘুরতে এসে গত সপ্তাহে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় মারা গেছেন। একমাত্র ছেলের মৃত্যুতে পাগলপ্রায় প্রবাসী বাবা।
গত বছরের ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এক্সপ্রেসওয়েতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।
পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বর্তমানে কোনও সুনির্দিষ্ট ট্রাফিক নিয়ম-কানুন না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে।
বাইকারদের উশৃঙ্খল আচরণ ও বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা আর প্রাণহানি ঘটছে। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রোধে তাই এখনই কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা।
রাতে নগরীর রাস্তাঘাট অনেকটা নীরব ও ফাঁকা থাকার সুযোগে যেনো বেপরোয়া হয়ে ওঠেন বাইকাররা। এ সময় পূর্বাচল এক্সপ্রেসওয়ের একদিকে চলছে বাইকারদের বেপোরোয়া গতির প্রতিযোগিতা, অন্যদিকে নানান স্ট্যান্ডবাজি। এমনকি রাত ২-৩টা পর্যন্তও এমন দৃশ্য দেখা যায়।
এক্সপ্রেসওয়ের রাতের মায়াবী দৃশ্য বিমোহিত করে নগরবাসীকে। তাই তো এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন অনেকে। তবে প্রতিনিয়ত বাইকারদের এমন উশৃঙ্খল আচরণে আবেদন হারাচ্ছে দৃষ্টিনন্দন এই সড়ক। তরুণ বাইকাররা কোনো নির্দেশনা মানতে চায় না বলেও অভিযোগ সাধারণ মানুষের।
এক্সপ্রেসওয়ে জুড়ে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট থাকলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বেপরোয়া বাইক চলাচল।
স্থানীয়রা বলছেন, এই দুর্ঘটনা রোধ করতে না পারলে ম্লাণ হয়ে যাবে এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্দেশ্য। সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে, এই দুর্ঘটনা অগণিত পরিবারকে চিরদিনের জন্য নিঃস্ব করে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।