আন্তর্জাতিক ডেস্ক : আমাদের একটা দিন সম্পূর্ণ করতে সময় লাগে ২৪ ঘন্টা। যার মধ্যে ১২ ঘন্টা রাত হয় ও ১২ ঘন্টা দিন। দিনের বেলা আমরা সূর্যের আলো পাই আর রাতের বেলাটা আমরা সূর্যের আলো ছাড়া কাটাই। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছে যে যদি সূর্য কখনো অস্ত না যায় তবে কী হবে ? এমনটা যদি হয় তবে এতে শুধু আপনার রুটিনই ব্যাহত হবে না আপনার জীবনও বিঘ্নিত হবে। তবে আপনি জেনে অবাক হবেন যে এই পৃথিবীতে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে সূর্য ৭০ দিনের বেশি অস্ত যায় না। এর অর্থ হলো এখানে কখনো রাত হয় না। ১২ ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনে দিনের বেলার মতো আলো থাকে।
কোথাও ঘুরতে গেলে পর্যটকদের খেয়াল রাখতে হয় সময়ের এবং রাত ও দিনের। কিন্তু এখানের ঘুরতে আসা লোকেরা মাঝে মাঝে ভ্রমিত হয়ে যায় এবং বুঝতে পারে না যে কটা বাজছে ও এখন দিন নাকি রাত। আজ আমরা আমাদের আর্টিকেলে এমন ৬ টি জায়গার ব্যাপারে বলবো যেখানে সূর্য অস্ত যায় না ও সারাদিন দিন থাকে।
১) নরওয়ে: আর্কটিক সার্কেল অবস্থিত নরওয়েকে ল্যান্ড অফ দ্যা মিড নাইট সান বলা হয়। এখানে মে থেকে জুলাই মাসর ৭৬ দিন পর্যন্ত সূর্য অস্ত যায়না। এখানে সালবার্ডে সূর্য ১০ এপ্রিল থেকে ২৩শে মে পর্যন্ত সূর্য থাকে।
২) নুনাভূত (কানাডা): নুনাভুত কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে অবস্থিত। এই জায়গায় প্রায় দুই মাস ধরে একটানা ২৪ ঘন্টা সূর্যের আলো পাওয়া যায়। যেখানে শীতকালে এই জায়গাটি টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকারে থাকে।
৩) আইসল্যান্ড: গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড হল ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দেশ যেখানে একটাও মশা নেই। গ্রীষ্মকালে আইসল্যান্ডে রাত থাকে কিন্তু জুন মাসে থেকে আইসল্যান্ডে সূর্য কখনো অস্ত যায়না।
৪) ব্যারো (আলাস্কা): মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। কিন্তু নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এখানে সূর্য ওঠে না এবং এটি পোলার নাইট নামে পরিচিত। যার অর্থ হল শীতের মাসগুলিতে সমগ্র দেশ অন্ধকারে থাকে।
৫) ফিনল্যান্ড: ফিনল্যান্ডকে হ্রদ এবং দ্বীপপুঞ্জের দেশ বলা হয়। ফিনল্যান্ডের বেশিরভাগ অংশ গ্রীষ্মকালে মাত্র 73 দিন সূর্য দেখতে পায়। এই সময়ে সূর্য প্রায় ৭৩ দিন ধরে আকাশে থাকে। তবে গোটা শীতকালে যেখানে শীতকালে এখানে সূর্যের আলো দেখা যায় না। তাই এখানকার মানুষ গ্রীষ্মে কম এবং শীতকালে বেশি ঘুমোয়।
৬) সুইডেন: মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত সুইডেনে মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং বিকেল ৪টার দিকে সূর্য উদিত হয়। এখানে একটানা ৬ মাস সূর্য আকাশে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।