তিনটি বিশালাকার গ্রহাণু শীঘ্রই পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে বলে নাসা জানিয়েছে। এর মধ্যে একটি গ্রহাণুর সাইজ প্রায় ১০০ ফুট এবং অন্যটি ৪৫ ফুটের মতো হবে। পৃথিবীর অত্যন্ত কাছ দিয়ে এসব গ্রহাণু চলে যাবে বলে মনে করা হচ্ছে।
ওই ১০০ ফুট সাইজের বড় গ্রহাণুটি সবথেকে বিশাল। তাছাড়া অন্য দুটি গ্রহাণুর সাইজ প্রায় এটির অর্ধেক। দ্বিতীয় গ্রহাণুর সাইজ যেমন ৪৫ ফুট আবার তেমনি তৃতীয় গ্রহাণুটি ৪৬ ফুট চওড়া।
নাসা যে তথ্য দিয়েছে তা অনুযায়ী এসব গ্রহাণুও পৃথিবীর ৪.৬ মিলিয়ন মাইল বা ২৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যেই রয়েছে। গ্রহণুর সাইজ বেশ বড় হওয়ায় তা পৃথিবীর জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।
কোন দুর্ঘটনা যেনো না ঘটে এবং প্রতিকূল পরিস্থিতি যেনো এড়িয়ে চলা যায় সেজন্য সতর্ক থাকতে হবে এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে। নাসা গ্রহণুর গতিবিধি, তাদের গতি এবং পৃথিবীর কতটা কাছে দিয়ে চলে যাচ্ছে সেসব বিষয় নজরদারি করছে।
এই খ্যাতনামা মহাকাশ সংস্থা তার টেলিস্কোপ এবং মান মন্দির ব্যবহার করে গ্রহণের গতিবিধি ট্রাক করছে। চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত সাব মিলিমিটার মান মন্দির ব্যবহার করে গ্রহণু পর্যবেক্ষণ করা হচ্ছে।
46 foot Asteroid 2023 HV
2023 HV নামের বিশাল এ গ্রহণের সাইজ হচ্ছে ৪৬ ফুট। এটি পৃথিবীর 0.856 মিলিয়ন মাইলের কাছাকাছি চলে আসবে। পাথরটি প্রতি ঘন্টায় ১৫ হাজার ৬৪৯ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
45 foot Asteroid 2018 VS6
এটি ৪৫ ফুটের আরো একটি গ্রহাণু যা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। প্রতি ঘন্টায় ৪১ হাজার ৭৪৪ কিলোমিটার বেগে একটি ছুটে আসছে। আমাদের গ্রহ থেকে একটি ১.২৪ মিলয়ন মাইল দূরে থাকবে বলে মনে করা হচ্ছে।
100 foot Asteroid 2023 HY3
এটি সেই তৃতীয় গ্রহাণু যার সাইজ সবথেকে বেশি। এটি পৃথিবীর 3.98 মিলিয়ন মাইলের কাছাকাছি থাকবে। গ্রহাণুটি ২৩৫৯৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আমাদের গ্রহের দিকে ধেয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।