পৃথিবীর দিকে 216258 (2006 WH1) নামের একটি গ্রহাণু ধেয়ে আসছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহেই এটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আনন্দবাজার
জানা গেছে, এটি বিশাল চওড়া কক্ষপথের গ্রহাণু। শুক্র, বুধ এমনকি সূর্যের উপাদান রয়েছে এই গ্রহাণুতে। 216258 (2006 WH1) নামের এই গ্রহাণুটি অ্যাপোলো পরিবারের অন্তর্ভুক্ত।
নাসা জানিয়েছে, লা সাগ্রা মানমন্দির থেকে ২০০৬ সালে এই গ্রহাণু প্রথম দেখা গেছিলো। ২০ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে পৃথিবীর পাশ থেকে উড়ে যাবে এই গ্রহাণু। অর্থাৎ পৃথিবীর খুব কাছ থেকে এটির উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নাসা আরো জানিয়েছে, 216258 (2006 WH1) গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে যাবে। গ্রহাণুটি এই মুহূর্তে ২৬০০০ মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যা আকারে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও বড়। গ্রহাণুটির ব্যাসার্ধ ১৭৭২ ফুট। বিশাল আকার ও পৃথিবীর কক্ষপথকে ছেদ করে যাওয়ার সম্ভাবনার কারণে একে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর নাম দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।